September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রাস্তার দাবিতে মালদা মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ-বর্ষা পড়তেই গ্রামের রাস্তায় জল জমতেই সমস্যায় গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই পথে নামলো এলাকার বাসিন্দারা, শুক্রবার রাস্তার দাবি তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কালিয়াচক ২নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আম্লিটোলা ও কুত্তু মন্ডল টোলার গ্রামবাসীরা। এই দিন কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আম্লিটোলা ও কুত্তু মন্ডল টোলা গ্রামের রাস্তার দাবিতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে,মালদা মোথাবাড়ি রাজ্য সড়ক আটকে রেখে পথ অবরোধ করে।গ্রামবাসীদের অভিযোগ বারবার প্রশাসনকে রাস্তার দাবি জানিয়ে কোন ফল হয়নি।এর আগে একাধিকবার এই রাস্তার জন্য টাকা মঞ্জুর হলেও সেই টাকা সম্পূর্ণ দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ। বর্তমানে রাস্তা বর্ষা পড়তে যেন ছোট ছোট জলাশয়ে রূপ ধারণ করেছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রায় তিন ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে অব ষেশে করোনা ভাইরাস সংক্রমণের ছরিয়ে পড়ার দিকে নজর রেখে তিন ঘন্টা পর অবোধ নিজেরাই তুলে নিয়েছে।আমিনা বিবি বলেন প্রায় তিন চার বছর থেকে রাস্তার পরিস্থিতি নিয়ে প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের জানানো হয় কোন সুরা হয়নি হবে হব বলছে এখনো কোন কাজ হছে না ভারি বৃষ্টি হলেই রাস্তায় জল জমেছে এর ব্যাবস্থা করার দাবি জানিয়ে আজ পথ অবোধ করা হয়েছে।আগামী দিনে এই রাস্তা তৈরি না হলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছে।