January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চলে গেলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক অবনী মোহন জোয়ারদার

মারা গেলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক অবনী মোহন জোয়ারদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বর্তমানে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। ২০১৬ সালে সেলিব্রাল হয়। তারপর রিকভারি করে। ২০১৮ সাল থেকে আবার শরীর খারাপ হয়। ২০১৯ সাল থেকে তাঁর ডায়ালিসিস চলছিল। দুর্বল হয়ে যাচ্ছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে রেনান ফেল করে। আজ ভোর ৪ টে নাগাদ সল্টলেক এইচ বি ব্লকে তাঁর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২০১১ সালে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে প্রথম বিধায়ক হন। তারপর আবার একই কেন্দ্র থেকে ২০১৬ সালে নির্বাচনে জিতে বিধায়ক হন তৃণমূলের বর্ষীয়ান এই নেতা। তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর কৃষ্ণনগরের বাড়িতে। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে নবদ্বীপ মহাশ্মশানে।