লোকডাউনের জেরে বন্ধ হয়ে যায় বেলুড় মঠ প্রায় দীর্ঘ্যদিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে অর্থাৎ জুন মাসের ১৫ তারিখ থেকে খুলতে চলেছে বেলুড় মঠ .তবে দশ জনের বেশি ভক্ত বৃন্দরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না না .এবং মন্দিরের প্রবেশ করার আগে শারীরিক পরীক্ষা করা হবে . বেলুড় মঠের সন্ন্যাসী ও প্রেসিডেন্ট মহারাজের সাথে সাক্ষাৎকার করা যাবে না .ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়া যাবে না .সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে ভিতরে প্রবেশ করবেন ভক্তবৃন্দরা .