বিধানসভা নির্বাচন এখনও ঢের দেরি। কিন্তু এখন থেকেই তার দামামা বাজিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু করলেন ভার্চুয়াল সভা। অমিত শাহের পর ভার্চুয়াল সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কলকাতার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে ভার্চুয়াল সভা করলেন তিনি। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ৯৫তম বার্ষিক অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করেন নমো। এদিন তিনি বলেন, মানসিক দৃঢ়তা হারালে হবে না। দৃঢ় সঙ্কল্প নিয়ে ইচ্ছাশক্তির জোরেই এগোতে হবে। কঠিন সময় পেড়িয়ে ভালো সময় আসবে। সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।
গোটা বিশ্বের সঙ্গে ভারতও করোনার সঙ্গে লড়ছে, দেশ এখন অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি। পরিস্থিতি আমাদের পরীক্ষা নিচ্ছে। একজোট হয়ে লড়ছি আমরা। চ্যালেঞ্জ পেরিয়ে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো”, ফের একবার ‘আত্মনির্ভর ভারত’ এর কথা বৃহস্পতিবারের সভায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
তাঁর কথায় এদিন উঠে আসে আত্মনির্ভর ভারতের কথা। তিনি বলেন, করোনা সঙ্কট আমাদের শিক্ষা দিয়েছে। করোনা সঙ্কট আমাদের এই আত্মনির্ভর হওয়ার প্রতিজ্ঞা করিয়েছে। ‘আত্মনির্ভর ভারত’-এর অর্থ বিদেশ থেকে সবচেয়ে কম জিনিসপত্র ভারত আমদানি করুক।ভবিষ্যতে যাতে সেই ক্ষেত্রে আমরা আত্মনির্ভর হতে পারি তার চেষ্টা করতে হবে। বাংলাকে এগিয়ে আসার কথা বলেন তিনি।