December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মহামারী করোনা ভাইরাস ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন মা মাটি সরকার

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মহামারী করোনা ভাইরাস ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষে পাশে দাঁড়াতে মা মাটি মানুষের সরকার সব রকম ব্যবস্থা করে বলে বুধবার সাংবাদিক বৈঠক করে জানান পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী। এ দিন তমলুকের সাংসদ অফিসে করোনা পরিস্থিতি ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সুযোগ সুবিধের ব্যবস্থা করার জন্য সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করা হয়। সেই বৈঠকে দলের জেলা সভাপতি শিশির অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারন সম্পাদক তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, তমলুক পুরসভার প্রশাসক তথা প্রাক্তন তমলুক পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন সহ অন্যান্য নেতৃত্ব। এদিন শিশিরবাবু বলেন, মহামারি করোনার কারনে বহু মানুষ কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তার উপর ঘূর্ণিঝড় আমফানে সব তছনছ হয়ে গিয়েছে। বহু কাঁচা, পাকা বাড়ি, গাছ-পালা, পানের বরজ, পুকুর, মাছ চাষের ফিসারি থেকে বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে থেকে সাহায্য করে চলেছি। ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন জানিয়েছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কর্তাব্যক্তি, আমাদের দলিয় নেতা নেতৃত্বরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছে।