নিজেস্ব প্রতিনিধি, সিভিক ভলান্টিয়ার কে মারধর করার অভিযোগ ওঠে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর পুড়িয়া মহেশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সিভিক ভলেন্টিয়ার এর নাম গৌতম বর্মন। সিভিক ভলেন্টিয়ার কে মারধর করে পরিযায়ি শ্রমিক মিঠুন মির্ধা। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছি কাজ করে ফিরার পরে হোম কোয়ারেন্টাইন হিসাবে পুড়িয়া মহেশপুর উচ্চ বিদ্যালয় রাখার ব্যবস্থা এই এলাকার পরিযায়ি শ্রমিকদেরকে।
সিভিক ভলেন্টিয়ার গৌতম বর্ম্ন কে পরিযায়ী শ্রমিকদের রিপোর্টিং করতে গিয়েছিলো কতজন রয়েছে। সেখানে দেখতে পায় কয়েকজন মিলে মদ্যপান করছিল ছাদের উপরে। তাদেরকে বলা হয় মদ্যপান করা যাবেনা এই বলার পরে, রেজিস্টার এর নাম লেখার সময় সিভিক গৌতম বর্মন কে মিঠুন মির্ধার পরিযায়ী শ্রমিক মারধর করে ও মেরে দুটি দাঁত ভেঙে দেয়। কালিয়াগঞ্জ থানা তে মিঠুন মির্ধা নামে অভিযোগ করা হয়েছে। কালিয়াগঞ্জ থানা পুলিশ আটক করে মিঠুন মির্ধা কে।