July 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চাঁচলে কোভিড আক্রান্ত সিল করা বাড়ীতে ব‍্যক্তিগত উদ‍্যোগে খাদ‍্য জোগান


নিজেস্ব প্রতিনিধি, মালদা: কোভিড আক্রান্তের বাড়ী গুলিতে ব‍্যক্তিগত উদ‍্যোগে খাদ‍্য জোগান দিল মালদহের চাঁচল টিচার্স ট্রেনিং কলেজের কর্নধার আসফাক আলম (রাজু)। শুক্রবার চাঁচল ২ নং ব্লক এলাকার তিনজন করোনা সংক্রমন কারীর পরিবারকে এক সপ্তাহের খাদ‍্য সামগ্রী প্রদান করলেন ওই সমাজসেবী। সম্প্রীতি পজিটিভ রিপোর্ট বের হতেই তারপরের দিনই বাড়ি গুলি সিল করা হয়েছে প্রশাসনের উদ‍্যোগে। বন্দী গোটা পরিবার তাই আহার জোগান দেওয়া হয়েছে পুলিশের তরফেও। উল্লেখ্য,গৃহবন্দী ওই পরিবার গুলি শোচনীয় অবস্থায় রয়েছে। এই অভাবের খবর শুনেই সিল করা পরিবারগুলির মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এদিন রাজু বাবু।

তিনি জানান, এদিন চাঁচল,ডাল,মুড়ি কাচা সব্জি সহ মশলা জাতীয় দ্রব‍্য এক সপ্তাহের জন‍্য প্রদান করেছি। প্রয়োজনে আবারও সাহায্য করা হবে বলে জানিয়েছন আসফাক আলম রাজু। কনটেন্টমেনজনে থাকা পরিবারগুলিকে সাহায্য করায় এই মানবিক উদ‍্যোগকে একরাশ সাধুবাদ জানিয়েছেন গোটা চাঁচলবাসী।