স্যোশাল মিডিয়ায় কিশোরীর নগ্ন ছবি পোস্ট করার হুমকি জেরে আতঙ্কে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে, নদিয়া জেলার কালীগঞ্জ থানার মাটিয়ারির সেনপাড়ায়। অভিযুক্ত যুবকের নাম সুজিত ঘোষ। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ওই কিশোরীকে তাঁর নগ্ন ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিচ্ছিল অভিযুক্ত ওই যুবক। সেই আতঙ্কের জেরে এরপরই নিজের বাড়ির ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই যুবকের নামে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। এ প্রসঙ্গে মৃতার মা তাপসী চক্রবর্তীর অভিযোগ, “মেয়ের বিয়ের জন্য অন্যত্র যোগাযোগ করছি শুনেই সুজিত আমার মেয়ের ছবি নোংরা করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল।” জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মৃত ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দিচ্ছিল প্রতিবেশী যুবক সুজিত।