বাবা-মাকে অচৈতন্য করে বাড়ি থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার আমতার বসন্তপুর আলতারা মহিষপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে। সূত্রের খবর, সঞ্জয় মালিক এবং দোলন মালিক নামে ওই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। শুক্রবার রাতে ছ’মাসের শিশুপুত্রকে নিয়ে ঘুমোচ্ছিলেন ওই দম্পতি। ভোরবেলায় ঘুম ভাঙলে ওই দম্পতি দেখেন তাঁদের সন্তান নেই। এরপরই খোঁজা-খুঁজি শুরু হয়। ঘণ্টাদুয়েক পর নির্মীয়মাণ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি খালে শিশুর দেহ ভাসতে দেখা যায়। ঘটনাটির বিরুদ্ধে দোষীকে শাস্তি দিতে আমতা-হাওড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। সেই অবরোধে সামিল হয় গোটা গ্রামবাসী।
খবর পেয়ে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।