ফের শুটআউটের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার হোগল ডুগরি এলাকায়। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার রাতে। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয়েছেন যুব তৃণমূল কংগ্রেস কর্মী শাহিদুল গাজি। সূত্রের খবর, এদিন রাতে সোনাখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে চারজন দুষ্কৃতী ওই তৃনমূল কর্মী কে ঘিরে ধরে। এবং তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীদল। তৃনমূল কর্মী শাহিদুলের বুকের ডান দিকে গুলি লাগলে যন্ত্রণায় রাস্তায় পড়ে কাতরাতে থাকে। ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পরই দুষ্কৃতীদল এলাকা ছেড়ে পালিয়ে যায়। শাহিদুলের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বাসন্তীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।