বিশ্ব মহামারী করোনা ভাইরাস থাবা বসিয়েছে ক্রীড়াজগতেও। এই ভাইরাসের দাপটের জেরে দীর্ঘকাল যাবত কালীন বন্ধ রয়েছে সমস্ত ধরনের স্পোর্ট ইভেন্ট। এ বছরের গোড়ার দিকে আইপিএল হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের জেরে পিছোতে পিছোতে একেবারে পিছিয়ে গিয়েছে। এবার আইপিএলের মতো পিছিয়ে যেতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
চলতি বছরের অক্টোবর মাসেই অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী। কিন্তু করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে যেতে চলেছে। আগামী ২৮ শে মে আইসিসির একটি বৈঠক রয়েছে। তারপরেই সরকারি ভাবে টুনামেন্ট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে মনে করছেন ক্রিকেট সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
তবে এখন টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে গেলে তা দর্শকশূন্য স্টেডিয়ামে করতে হবে। সে ক্ষেত্রে টিকিট বিক্রি না হওয়ায় বেশ কিছুটা আয় কমে যাবে অস্ট্রেলিয়া বোর্ডের। তার ফলে যাবতীয় সতর্কবিধি মেনে ১৬টি দেশের এই টুর্নামেন্টের আয়োজনও অস্ট্রেলিয়া বোর্ডের পক্ষে কঠিন হয়ে যেত৷ সূএের খবর, তবে সবথেকে জোরালো ভাবে যে সম্ভাবনা উঠে আসছে টুর্নামেন্ট পিছিয়ে গেলে তা একেবারে ২০২২ সালে হবে। এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় থাকবে আয়োজক দেশের দায়িত্বে।