কলকাতা শহরে ফের বড়সড় অগ্নিকাণ্ড। শনিবার সকালে আনন্দপুরের চৌবাগায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই গুদামে দাহ্য পদার্থ থাকায় মুহুর্তের মধ্যে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১১টি ইঞ্জিন। দমকলকর্মীদের বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোন অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রনে আসতে বেশ কিছুক্ষন সময় লাগে। স্থানীয় সূএে জানা যায়, শনিবার ভোরে হঠাৎই প্লাস্টিকের গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তারা, এরপর স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বাইরে বেড়িয়ে আসে। এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১১ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু কীভাবে ওই গুদামে আগুন লাগল তা নিয়ে এখনও ধন্দে দমকল কর্মীরা। সূএের খবর, গুদামে আগুন লাগার ফলে বহুতলের দেওয়ালে দেখা গিয়েছে ফাটল। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।