নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দিন ধরে দেশ জুড়ে লকডাউন থাকায় ভিন রাজ্যে আটককে পড়েছে বহু পরিযায়ী শ্রমিক। লকডাউন থাকার কারণে আটকে থাকা সেই পরিযায়ী শ্রমিকরা প্রাইভেট বাসে করে বাড়ি ফিরলেন। সোমবার পুর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকের ৪নং গ্ৰাম পঞ্চায়েতের চন্দনপুর গ্রামের দুজন পরিযায়ী ব্যক্তি হায়দরাবাদে থাকতো। তারা বাড়ি ফিরতেই তাদের বাড়ির লোকেরা ফাঁকা মাঠের সেলো ঘরের মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন সেন্টার করে দেয়।
গ্রামবাসীদের অভিযোগ ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল গ্রামের পক্ষ থেকে। কিন্তু তারা চন্দন পুর হাই স্কুলের মধ্যে না থেকে তারা একটা ফাঁকা মাঠে সেলো ঘরের মধ্যে থাকছেন। হোম কোয়ারেন্টাইন থেকে গ্রামের মধ্যে ঘোরা ঘুরি করছে।
অন্যদিকে গ্রামবাসীরা প্রতিবাদ করতেই তাদের কে গালিগালাজ করা হয়। এবং তারপরে এই ঘটনার ফলে গ্রামের মানুষরা দুই জন পরিযায়ী শ্রমিকের বাড়ির লোকের উপর বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ ঘটনা স্থলে এসে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে।