দেখা দিয়েছে নির্ভয়াকাণ্ডে নতুন জট। জানা গিয়েছে, তার জেরে পিছিয়ে যাবে নির্ভয়াকাণ্ডে ফাঁসির দিন। এর আগে নাবালকত্বের দাবী জানিয়েছিল অভিযুক্ত পবন। কিন্তু সেই দাবী খারিজ হয়ে গিয়েছে অনেক আগেই। এরপর আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে যায় সে। শুক্রবার নিম্ন আদালতে ফের সেই মামলার শুনানি হয়। এই মামলার শুনানি হয় পাতিয়ালা হাউস কোর্টে। দোষী বিনয়ের প্রাণভিক্ষার আবেদনে আপাতত স্থগিত ফাঁসি৷ নির্দেশের অপেক্ষায় তিহাড় কর্তৃপক্ষও।