December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বুকে বল আর পায়ে হেটে অসমে পাড়ি পরিযায়ী শ্রমিকের

সেই গান আবারো মনে পরে যায়, চলতে চলতে ঠিক পৌছে যাবো। ভিন্ন রাজ্যে থেকে কাজে গিয়েছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে।আজ পায়ে হেটে দলে দলে মানুষ বাড়ি মুখি হছে সকলেই। এই পরিস্থিতিতে পায়ে হেঁটে বাড়িমুখি চলেছে এক দল পরিযায়ী শ্রমিক সেই ছবি উঠে আসলো মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কের পথ ধরে হেঁটে চলছে পরিযায়ী শ্রমিকের দল। রামপুর হাট থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক, বাড়ি পথে চলেছে এই পরিস্থিতিতে মালদার ৩৪নম্বর জাতীয় সড়কে কালিয়াচকের রাস্তায় চাঁদি ফাটা রোদে পায়ে হেটে শ্রমিকদের চলার ছবি আবারো দেখা গিয়েছে।

মাইলের পর মাইল পায়ে হেঁটে চলেছে জানেনা কখন পৌছাবে গন্তব্যস্থলে,নেই ঠিকঠাক খাওয়া-দাওয়া। চলছে কাধে বোঝা নিয়ে সাথে রয়েছে জলের বোতল শুধু হেঁটে চলেছে মাইলের পর মাইল।শুধুমাত্র নিজের বাড়িতে পৌঁছানোর আশায়।এই আশ্বাস বুকে বল নিয়ে পায়ে হেঁটে চলেছে মাইলের পর মাইল বাড়ি পৌঁছাতে হবে। ওই পরিযায়ী শ্রমিকরা বলেন জানিনা কবে পৌছাবো আরো অনেকটা যেতে হবে।

রামপুরহাট থেকে পায়ে হেটে যেতে হবে অসমে। তারা বলেন এখনো কত দিন হাটতে হবে মাইলের পর মাইল।ঠিক বুঝে উঠতে পারছে না কখন গিয়ে পৌঁছবে নিজের গন্তব্য স্থল।এই পরিস্থিতিতে তাদের এক মাত্র ভরসা বাড়ি পৌঁছাতে তাদের শান্তি পাবে।আবার এক দল শ্রমিক বলেন তারা হুগলি থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে ছিলেন তাদের বাড়ি মালদা মোতাবাড়ি এলাকায়।