নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– আবারো করোনা ভাইরাসের থাবা পূর্ব মেদিনীপুরে।এবার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর গ্রামের ঘটনা। জানা গেছে কর্মসূত্রে বছর ২৫ এর যুবক কোলকাতায় একটি বেসরকারী (CMRI) হাসপাতালে নার্সের কাজ করেন।গত কয়েকদিন আগেই কোলকাতা থেকে বাড়িতে চলে আসেন। তারপরই বিভিন্ন শারিরীক সমস্যায় পড়েন। যদিও প্রথমে তেমন কিছু শরীরে ধরা পড়েনি ঐ যুবকের। তবে মঙ্গলবার দুপুরে করোনা পজেটিভ ধরা পড়ে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।এরপরই আশাকর্মী ও স্বাস্থ্য কর্মীরা পরমানন্দপুর গ্রামে আসেন।পরে ঐ যুবককে কোলকাতায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এরপরই তৎপর হয় প্রশাসন। ঘটনা স্থলে যায় পুলিশ। তবে কোলাঘাট ব্লকে প্রথম ধরা পড়লো করোনা রোগী। এর ফলে এলাকায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুন্ডু জানান, বিষয়টি প্রশাসনের নজরে আছে। সমস্ত রকম সাবধনতা এলাকায় গ্রহন করা হবে প্রশাসনের তরফ থেকে। তাছাড়া ঐ রোগীর সমস্তরকম খবরা খবর রাখা হচ্ছে।ঐ পরিবারের আরো তিন জনকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।