নিজেস্ব প্রতিনিধি, আচমকা আগুন লেগে ক্ষয়ক্ষতি হয় বালুরঘাটের একটি মদের দোকানে। শনিবার সকালে ঘটনাটি ঘটে বালুরঘাট সাড়ে তিন নাম্বার মোড়ে মদের দোকানে। আচমকা এই ভাবে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর ঘটনা জানাজানি হতেই আগুন নেভাতে ছুটে আসে স্থানীয়রা। পাশাপাশি ঘটনার খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলবাহিনী। এরপর কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। জানা গিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।