যখন গোটা দেশজুড়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছে দেশবাসী, ঠিক সেইসময় করোনা ভাইরাসের সংক্রামণকে জয় করে বাড়ি ফিরলেন ৬৮ বছর বয়সী এক প্রৌঢ়। ওই প্রৌঢ় ক্যান্সার আক্রান্ত ছিলেন বলেও জানা যায়। গত ২০ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতার এপোলো হাসপাতালে ভর্তি হন ওই প্রৌঢ়। সঙ্গে তার শরীরে উচ্চ রক্তচাপ ছিল। হাসপাতালে আসার পরই তার গায়ে সামান্য জ্বর থাকায় চিকিৎসকদের সন্দেহ হয়। এরপরই সঙ্গে সঙ্গেই ওই প্রৌঢ় ভর্তি করে নেওয়া হয় হাসপাতালে।
এরপর তার লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। সেই মতো শুরু হয় চিকিৎসা। এরপর তাঁকে ১৪ দিনের জন্য রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে। সেখানে চলতে থাকে ওই প্রৌঢ়ের চিকিৎসা। এর ১৫ দিন পর পুনরায় তার নমুনা পরীক্ষা হলে পরপর দুবারই তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা নেগেটিভ আসে। এরপরে ওই প্রৌঢ়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাপেলো কর্তৃপক্ষ। করোনার মুক্ত হয়ে বাড়ি ফেরেন ওই প্রৌঢ়। এতে খুশি পরিবারের লোকজন।