জুয়ো খেলে বড়োলোক হওয়ার স্বপ্ন পূরণ করতে ব্যাংকের ভল্ট থেকে তিন কোটি ৪৫ লাখ টাকা সরিয়ে নিয়েছিল ব্যাংকে কর্মরত এক ছাপোষা কর্মী। অবশেষে নিজের কুকর্মের জন্য যেতে হল জেলে। অভিযুক্তের নাম ব্যাংকের ক্যাশ ইনচার্জ শামসুল ইসলাম ওরফে ফয়সাল। ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের রাজশাহী প্রিমিয়ার ব্যাংকে। সূত্রের খবর, আইপিএল খেলার অনলাইনে বাজি ধরতে ব্যাঙ্ক থেকে ওই টাকা চুরি করে ওই ব্যক্তি। গত ২৪ জানুয়ারি ফয়সালের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার ম্যানেজার সেলিম রেজা খান। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করার পর ২৬ জানুয়ারি আদালতে হাজির করে তিনদিনের হেফাজত চাওয়া হয়। তা মঞ্জুর করে বুধবার ফের ফয়সালকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক।