নিজস্ব সংবাদদাতা,মালদাঃ হবিবপুর থানা আইহো অঞ্চলের অন্য দিকে মালদা থেকে হবিবপুর থানার এলাকায় প্রবেশ পথে মালদা নালাগোলা রাজ্যে সড়কের উপরে দানব আকারে করোনা ভাইরাসের ছবি একে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে ছবি(আর্টস) কাজের সাথে যুক্ত দুই যুবক। নিজেদের উদ্যোগে আইহো স্যান্ডের কাছে করোনার ভাইরাসের দানব আকারের একটি ছবি একে সাধারণ মানুষে বোঝানো চেষ্টা করছেন দুই যুবক। রাম চন্দ্র সাহা ও গৌরব মন্ডল বলেন, “মানুষ আমাদের এই হবিবপুর ব্লকের আইহো বুলবুলচন্ডী বাজারে কোন স্যোসাল ডিস্টেন্স বজায় রাখছে না। তাই সাধারন মানুষকে সচেতন করতে নিজেরাই উদ্যোগ নিয়ে এই ছবি তুলে ধরছি।” পাশাপাশি তিনি জানান, ঘরে থাকুন সুস্থ থাকুন জরুরি কাজ ছারা বাইরে বেরবেন না।”