December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অসহায় মানুষের মুখে দুপুরের আহার তুলে দিল  পূর্ব বর্ধমানের চরঘোষহাট সম্প্রতি ক্লাব

নিজস্ব প্রতিনিধিঃ করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এই লকডাউনের ফলে বহু মানুষ আর্থিক সংকটের সম্মুখীন। লকডাউনে সবচেয়ে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষেরা। এদিন অসহায় মানুষের মুখে দুপুরের আহার তুলে দিল  পূর্ব বর্ধমানের চরঘোষহাট সম্প্রতি ক্লাব। এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিদিন প্রায় সাতশো (৭০০) জন মানুষের জন্য রান্না করা হয় ভাত-ডাল-সব্জি/ কোনো দিন মাছ /পনিরের তরকারি। সম্প্রতি ক্লাবের সদস্যরা বাড়িতে দিয়ে আসছেন কুপন, সেই কুপনের বিনিময়ে মিলছে  দুপুরের খাবার। গত এক সপ্তাহ ধরে চলছে এই আয়োজন। বিপদের সময় মানুষের মুখে অন্ন তুলে দিতে সকল সদস্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শিশু থেকে বৃদ্ধ সকলেই চরম তৃপ্তি সহকারে এই খাবার খাচ্ছেন। ক্লাবের এই আয়োজনকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।