দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফায় লকডাউন। লকডাউনের জেরে গৃহবন্দী রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব সকলেই। কিন্তু দীর্ঘদিন গৃহবন্দী থাকায় মানুষের মন আতঙ্কিত ও বিধ্বস্ত হয়ে পড়ছে। তাই এই অবস্থায় মানুষের মনকে কিছুটা আনন্দ দিতে সংগীত পরিচালক শান্তনু বসুর প্রয়াসে একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়। নাম “করোনা তুমি চলে যাও”। এই মিউজিক ভিডিওটিতে গান গাইতে দেখা দিয়েছে জয়তী চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, জোজো ও রাঘব চট্টোপাধ্যায়কে। পাশাপাশি এদের সঙ্গে রয়েছেন সুদেষ্ণা অরিত্র প্রমূখরাও।
এই গানের কথাগুলি প্রথমে কবিতা হিসেবে পাঠিয়েছিলেন মহুয়া মুখোপাধ্যায়। কবিতাটি বেশ ভালো লেগে যায় সংগীত পরিচালক শান্তনুর। তারপরে তিনি একটি মিউজিক ভিডিও তৈরী করে ফেলেন। প্রত্যেক সংগীতশিল্পী তাদের নিজের গানের অংশটি নিজের বাড়িতে ফোনে রেকর্ড করে সঙ্গীত পরিচালক সান্তনু বসুর কাছে পাঠিয়ে দেন। এই ভিডিওটির শুরুতেই দেখা দিয়েছে ব্রততী বন্দোপাধ্যায়কে। শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে করোনা তুমি চলে যাও মিউজিক ভিডিওটি। তবে ভিডিওটি সকলের কেমন লাগে সেটি দেখার অপেক্ষা।