December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পেট্রাপোলে ফের শুরু হল ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য

মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ): বুধবারই ইঙ্গিত মিলেছিল। বৃহস্পতিবার থেকেই জিরো পয়েন্টে ট্রাক থেকে ট্রাকে পণ্য আদান প্রদানের মধ্য দিয়ে ফের শুরু হল ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য।

      দেশজুড়ে লকডাউনের জেরে পেট্রাপোল সীমান্তে আমদানি রপ্তানি ব্যবসা বন্ধ ছিল দীর্ঘদিন ধরেই। ফলত লোকসান হচ্ছিল কোটি কোটি টাকার। সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারি প্রতিনিধি দল সীমান্ত বাণিজ্য নিয়ে একটি বৈঠক করে। এরপর বুধবার পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্ট ও ব্যবসায়ী অপরদিকে বেনাপোলে ক্লিয়ারিং এজেন্ট ও ব্যবসায়ীদের মধ্যে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করার জন্য জিরো পয়েন্টে একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকেই প্রস্তাব দেওয়া হয় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দুই দেশের মধ্যবর্তী জিরো পয়েন্টে ট্রাক থেকে ট্রাকে পণ্য ওঠানো নামানোর। সেই মোতাবেক বৃহস্পতিবার অপরাহ্নে ভারত-বাংলাদেশের মধ্যবর্তী নো-ম্যানস ল্যান্ড-এ ট্রাক থেকে ট্রাকে পণ্য ওঠানো নামানোর মধ্যে দিয়ে সীমান্তে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

       এ প্রসঙ্গে এলপিএআই ম্যানেজার শুভজিৎ মন্ডল জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে একমাসেরও বেশি সময়ের লকডাউনে বাণিজ্য বন্ধ থাকার পর সোশ্যাল ডিস্টানসিং ও সরকারি নির্দেশিকা মেনে ভারত-বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট চালু করা হচ্ছে।

      পাশাপাশি পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট পরিতোষ বিশ্বাস বলেন, সঠিক স্যানিটাইজেশন সিস্টেম ও সেফ ডিস্টান্স মেনে বৃহস্পতিবার থেকে দুদেশের মধ্যে বাণিজ্য আবারও শুরু হয়।