গোটা বিশ্বের পাশাপাশি করোনা ভাইরাসের থাবা ভারতেও জোরালো হয়েছে। তার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। আর এবার লকডাউনের জেরে বাতিলের পথে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা। সিবিএসই দশম শ্রেণীর যে সমস্ত পরীক্ষাগুলি বাকি ছিল, সেগুলো আর হবেনা বলেই জানানো হয়েছে। সূত্রের খবর, সিবিএসই সচিব অনুরাগ ত্রিপাঠী জানিয়েছেন, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে এবারে গ্রেট দেওয়া হবে পড়ুয়াদের।
তবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। দিল্লি শিক্ষা মন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, বাতিল হয়ে যাওয়া পরীক্ষাগুলি গ্রেট দেওয়া হবে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে। আর এই প্রস্তাবে সাড়া দিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, মানব উন্নয়ন মন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স এর পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।