মঙ্গলবার থেকে বাঙ্গুরের বাজার ডি ব্লক স্কুল মাঠে বসবে, মাছ থেকে সবজি ফল ফুল সব কিছু শুধু মুরগী আর পাঠার মাংসের দোকান পুরোনো জায়গায় থাকবে । নতুন বাজার মঙ্গল শুক্র আর রবিবার বসবে বাকী দিনগুলো সব বাজার বন্ধ থাকবে । সময় সকাল ৭ টা থেকে সকাল ১১ টা বিকেলে সব বাজার বন্ধ থাকবে । বাঙ্গুরের সমস্ত নিত্য প্রয়োজনীয় দোকানও এখন থেকে সকাল ৭ টা থেকে ১১ট ও বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত্য খোলা থাকবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।