নিজস্ব সংবাদদাতা,মালদাঃ-দেশ জুরে বিশ্ব মহামারী পরিস্থিতি যখন সাধারণ মানুষ ঘরবন্দী সেই পরিস্থিতিতে মালদা জেলার হবিবপুর ব্লক অধ্যুষিত আদিবাসী এলাকা নামেই পরিচিত এই ব্লকে অনেকে রয়েছে দিন আনা দিন খাওয়া দিনমজুর সহ কৃষি কাজের উপর নির্ভরশিল মানুষ।এই অবস্থায় পিছিয়ে নেই হবিবপুর ব্লকের ১১০ জন ভি আর পি (VRP)কর্মী। তাদের নিজে কর্মতর অবস্থায় তাদের নিজেদের একদিনের বেতনের টাকা তুলেদিলেন হবিবপুর ব্লকের বিডিও হাতে। ভি আর পি কর্মী তরফে সুবীর চৌধুরী, বলেন ‘আমরা ভি আর পি কর্মী আমরা ব্লক প্রশাসনের নির্দেশ মতো রেশন দোকান ভীর এড়ানো সহ বিভিন্ন কাজ করে থাকি। এই পরিস্থিতি সাধারণ মানুষের যে ভাবে খাবারের সমস্যা হছে সেই কারনে আমরা হবিবপুর ব্লকের ১১০ জন ভি আর পি কর্মী নিজেদের একদিনে বেতন হবিবপুর ব্লক প্রশাসনের হাতে তুলে দিলাম’।