সুনীল শেট্টির কন্যার সঙ্গে ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল কে বেশ কয়েকবার দেখা গিয়েছিল পার্টিতে। তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও বারবার ভালো বন্ধু বলেই সম্পর্ক লুকিয়ে গিয়েছেন তারা। কিন্তু এবার রাহুলের ২৮ বছর জন্মদিনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুনীল শেট্টির কন্যা আথিয়া তাদের দুজনের ছবি পোস্ট করে চমকে দেন তার বয়ফ্রেন্ডকে। ব্যাটসম্যান লোকেশ রাহুল কে তার প্রিয় পুরুষ বলে নিজের সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেন আথিয়া। ক্রিকেট বলিউডের প্রেমের কাহিনী আগেও অনেকবার শোনা গিয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো আরো একজোড়া নাম। রাহুল ও আথিয়ার নাম। আথিয়া তার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাতে লেখেন ‘আমার প্রিয় মানুষটিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা’। সেই ছবি সামনে আসতেই প্রকাশ পাচ্ছে তাদের সম্পর্কের কথা।