করোনার সংক্রমণ মোকা বিলায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পাশা পাশি তৎপর দমকল বাহিনীও। সংক্রমণ এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে এগরা ঝাটুলাল হাইস্কুল স্যানিটাইজ করা হল শনিবার। এদিন দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল গোটা হাইস্কুল চত্বর।
তাছাড়া স্কুলের প্রত্যোকটি ক্লাসরুমের মধ্যে হোস পাইপের মাধ্যমে স্প্রে করল এগরা দমকল বাহিনী। করোনা সংক্রমণ ঠেকাতে জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে রাজ্যের সব স্কুলগুলিকে। কিন্তু তাও দিন দিন বাড়তে থাকাএ ভাইরাসের প্রভাবে পরে যাতে খুদেরা অসুস্থ না হয়ে যায় তারজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এগরার প্রশাসনিক আধিকারিকরা।