দেশে করোনা পরিস্থিতির মধ্যেই পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নং ব্লকের চন্দনপুর পোষ্ট অফিসের পোষ্ট মাস্টারের বিরুদ্ধে বার্ধ্যক ভাতার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গ্ৰামবাসীদের অভিযোগ, অভিযুক্ত পোষ্ট মাস্টার এলাকায় এলাকায় গিয়ে বয়স্ক মানুষদের ভুল বুঝিয়ে তাদের বার্ধক্য ভাতার টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।
এই ঘটনা জানা জানি হতেই গ্ৰামবাসীরা পোষ্ট অফিসে গিয়ে ওই পোষ্ট মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি যেসব মানুষ দুর্নীতিগ্রস্ত হয়েছেন তাদের অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ, এবং গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ওই পোস্টমাস্টারকে আটক করে। গোটা ঘটনা খতিয়ে দেখার আস্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক।