করোনা ভাইরাসের জেরে লকডাউন সারাদেশ। এই পরিস্থিতিতে পিছিয়ে গিয়েছে সকল ধরনের স্পোর্টস ইভেন্ট। লকডাউনের সময়সীমাকে বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এই পরিস্থিতিতে আই লিগের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন ফেডারেশন কর্তারা। জানা গিয়েছে, শুক্র অথবা শনিবারের মধ্যে আইলিগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। না হলে আইলিগ কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্স করে সিদ্ধান্ত নেবেন সোমবার। তবে লকডাউনের সময়সীমা বাড়ানোর ফলে আইলীগের কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তাই সম্পূর্ণভাবে আই লিগ বাতিল করার আগে সবদিক ভালোভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন ফেডারেশন কর্তারা। তবে আগের ম্যাচের নিরিখে মোহনবাগান চ্যাম্পিয়ন হিসেবে খেতাব পেতে পারে। তবে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষনা করলে তাকে আটকাতে এএফসির দরবারে বসে আছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর এফসি থেকে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগানকে অভিনন্দন জানিয়ে চিঠি ও চলে এসেছে ফেডারেশন দপ্তরে। এই পরিস্থিতিতে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিলে কোন সমস্যা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে খতিয়ে দেখছেন ফেডারেশন।