করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কে অনুদানের টাকা আটকে দিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প “মিথ্যা তথ্য” প্রচারের জন্য হু কে অভিযুক্ত করেছেন পাশাপাশি তিনি বলেন, চীনের তথ্যের উপর নির্ভরতার কারণে বিশ্বে করোনা ভাইরাস কুড়ি গুন বৃদ্ধি পেয়েছে।
চীন থেকেই জন্ম হয় এই মারণ করোনা ভাইরাসের। এরপর এই ভাইরাস গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। নোভেল করোনা ভাইরাসের গ্রাসে ত্রাহি ত্রাহি রব সারা বিশ্বজুড়ে। এই ভাইরাসের কবলে সারা বিশ্বে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন প্রায় কয়েক হাজার মানুষ। সূত্রের খবর, অভিযোগ ওঠে চীনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়া কে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী বছরের শেষদিক থেকে প্রায় প্রকোপ দেখাতে শুরু করে এই করোনা ভাইরাস। এখনো পর্যন্ত সারা বিশ্বে ১ লক্ষ ২৬হাজারের বেশি মানুষ এই ভাইরাসের কবলে মারা গিয়েছেন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৭৯ হাজারের বেশি মানুষ। এ ব্যাপারে হু-এর কাজকর্ম পর্যালোচনা করে তারপরে হু-কে টাকা দেওয়া যায় কিনা সে ব্যাপারে পুনর্নির্বাচন করবে আমেরিকা, এমনটাই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে প্রায় প্রতিটি দেশেই লকডাউন চলছে আর লকডাউনের ফলে দেশের কাজকর্ম সম্পূর্ণভাবে বন্ধ থাকায় দেশের রোজগার অনেকটাই কমে গিয়েছে। তবে জানা যায়, আমেরিকা WHO-কে সর্বাধিক অনুদান দিয়ে থাকে। গত বছরেও এই অনুদানের অঙ্ক ছিল ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।