January 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনের মাঝে ড: বি আর আম্বেদকরের জন্মদিন ও প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর প্রয়াণ দিবস পালন করা হল মালদায়

নিজস্ব প্রিতিনিধি, মালদা: ভারতের সংবিধান রচয়িতা ড: বি আর আম্বেদকরের জন্মদিন এবং প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর প্রয়াণ দিবস পালন করলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। মঙ্গলবার সকালে মালদা শহরের কানির মোড় এলাকায় ওয়ার্ড অফিসে ড: বি আর আম্বেদকর এবং গনি খান চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ অন্যান্যরা। করোনা মোকাবিলায় গত কয়েকদিন ধরে চলছে লকডাউন। এরমধ্যে কোন বড় অনুষ্ঠান না করে শুধুমাত্র প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দুলাল বাবু। তিনি বলেন, “ভারতের সংবিধান রচয়িতা ড: বি আর আম্বেদকরের জন্ম দিবস এবং মালদার রূপকার প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হল। লকডাউন পরিস্থিতিতে সকলে যেন মহান দুই নেতাকে বাড়িতে বসেই শ্রদ্ধা জানাবেন। এর পাশাপাশি তিনি বলেন, মঙ্গলবার বাঙালির অন্যতম উৎসব ১লা বৈশাখ। এই দিন হালখাতা করতে বহু মানুষের ভিড় জমে দোকানে দোকানে। কিন্তু করোনার জেরে এবছর তা হচ্ছে না। তাই বাড়িতে বসেই উৎসব পালন করুন। লকডাউন পরিস্থিতিতে কেউ যেন বাড়ির বাইরে না বেরবেন না। সরকারের নির্দেশ মেনে চলুন সকলে।”