মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করেন ৩ মে পর্যন্ত দেশজুড়ে বাড়ানো হল লকডাউনের সময়সীমা। সেই সাথে তিনি জানান, আরও সাতটি বিষয় মেনে চলতে হবে দেশবাসীকে। ১৪ এপ্রিল অর্থাৎ প্রথম পর্যায়ের লকডাউনের শেষ দিন আজ। এরপরই দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলবে আগামী ৩ মে পর্যন্ত। দেশবাসী যেভাবে লকডাউনের নিয়ম মেনে চলছেন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। সাথে আগামী দিনেও যাতে মানুষ সেই নিয়ম মেনে চলেন তার জন্য অনুরোধ করেন তিনি। তবে ভাষণ শেষ করার আগে সাতটি বিষয়ে সকল দেশবাসীর সঙ্গ চায় প্রধানমন্ত্রী। তিনি জানান,
১। বাড়িতে কোনও বয়স্ক মানুষ থাকলে বা আগে থেকে কোন অসুস্থ মানুষ থাকলে তাদের বিশেষ যত্ন নিতে হবে। ২। রাস্তায় বেরোলা মাস্ক ব্যবহার করতে হবে এবং সোশ্যাস ডিসটেন্সিং বজায় রাখতে হবে। ৩। আপনি সুস্থ নাকি শরীরে করোনায় উপসর্গ দেখা দিয়েছে, তা জানতে ব্রহ্মাস্ত্র আরোগ্য অ্যাপটি ডাউনলোড করতে বললেন প্রধানমন্ত্রী। ৪। চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে বলেন তিনি। ৫। করোনা মোকাবিলায় জরুরী পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশ কর্মীদের সম্মান জানান প্রধানমন্ত্রী। ৬। এই সংকটে সকল দেশবাসীকে দুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি।
এই ভাবে সকল দেশবাসীকে যৌথ ভাবে করোনা মোকাবিলা করতে হবে।