নিজস্ব প্রতিবেদনঃ করোনা আবহে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরেই এইচডিএফসি লিমিটেডের (HDFC) বিপুল শেয়ার কিনেছে ‘পিপলস ব্যাংক অফ চায়না’। অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং ঋণদাতা এইচডিএফসি লিমিটেডের প্রায় ১ কোটি ৭৫ লাখ শেয়ার নিজেদের পকেটস্থ করেছে চিনের কেন্দ্রীয় ব্যাংক। এইচডিএফসি-র ১.০১ শতাংশ শেয়ার কিনেছে তারা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবার তিনি বলেন, “ব্যাপক আর্থিক মন্দার জেরে বহু ভারতীয় সংস্থা দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতি বিদেশি লগ্নিকারীদের কাছে খুবই আকর্ষণীয়। কিন্তু বিদেশি সংস্থা যাতে এই জাতীয় সংকটের সুযোগে দেশি সংস্থাগুলোকে অধিগ্রহণ করতে না পারে, সরকার তা নিশ্চিত করুক।”