নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর: লক ডাউন এর মাঝেও তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বাজি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর এর ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত এর চাঁদিবেনিয়া এলাকা। অভিযোগ রাতের অন্ধকারে চাঁদিবেনিয়া এলাকায় সক্রিয় তৃণমূলের কর্মী পঞ্চানন দাস এর বাড়িতে বোমা বাজি চালায় একদল দুষ্কৃতী। শনিবার খবর পেয়ে ময়না থানার পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছেছে। এরপর একটি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। পঞ্চায়েত ভোটের পর থেকেই তৃণমূল-বিজেপি সঙ্ঘর্সে প্রায়শই উত্তপ্ত হয় পূর্ব মেদিনীপুর এর ময়না এলাকা। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর বোমা বাজির ঘটনা দৈনন্দিন ঘটনা ছিল। তবে এবার তৃণমূলের কর্মীর বাড়িতে দুষ্কৃতীদের বোমা বাজির ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়ালো। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ।