গত পাঁচদিন ধরে নিখোঁজ জওয়ানের উদ্ধারকাজ শুরু করল ভারতীয় সেনা। শতাধিক জওয়ানের পাশাপাশি ট্রেনড কুকুর ও উদ্ধারকারীদল নিয়ে তাকে উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। সূত্রের খবর, গত ৬ এপ্রিল সিকিমের হাই অল্টিচিউড এলাকায় ডজার চালিয়ে গিয়েছিলেন ভারতীয় সেনার সাহসী ল্যান্স নায়েক সঞ্জিব রেড্ডি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। ভারতীয় সেনার অনুমান, সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার ঝড়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ঝড়ের ফলেই দুর্ঘটনা ঘটেছে এবং ওই এলাকারই কোথাও তুষার ধসে চাপা পড়ে রয়েছেন তিনি।
তাই শনিবার, ১১ এপ্রিল সঞ্জিব রেড্ডিকে খুঁজতে সেনাবাহিনীর একটি দল রওনা দেবে সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে। জানা গিয়েছে, তিনি যে পথে গিয়েছিলেন, সেই পথেই অভিযান চালাবে ভারতীয় সেনা। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ল্যান্স নায়েক সঞ্জিব রেড্ডিকে অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। সেনার পক্ষ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা চালানো হচ্ছে।
অভিযানে শামিল হয়েছেন সেনাবাহিনীর আড়াইশোরও বেশি কর্মী। এছাড়া রয়েছে হেলিকপ্টার, ট্র্যাকার কুকুর ও তুষার ধসে আটকে পড়া মানুষকে খুঁজে বের করার ট্রেনিং নেওয়া কুকুর। তবে অনুসন্ধানকারী দলেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। ঘন ঘন তুষারপাত ও ঝাপসা দৃশ্যের জন্য কাজে ব্যাঘাত ঘটছে বারবার। কিন্তু তাও যতটা তাড়াতাড়ি সম্ভব অভিযান সম্পন্ন করতে চাইছে দলটি।