December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউনে মানবতার মুখ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে

মানবতার মুখ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। করোনার করাল থাবায় দিশেহারা বিশ্ববাসী। মানুষ কর্মহীন গৃহবন্দী। দুবেলার খাবার জোগার করতে হিমশিম খাচ্ছে কালিয়াগঞ্জ যাত্রীবাহী শ্রমিক সংগঠনের অতি দরিদ্র পরিবারগুলো। এই আর্থিক অভাবের মধ্যে থাকা পরিবারগুলির পাশে দাঁড়াল কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস পরিচালিত যাত্রীবাহী শ্রমিক সংগঠন।

আই,এন,টি,টি,ইউ,সি জেলা সভাপতি অরিন্দম সরকার ও সভাপতি সজল সাহার নেতৃত্বে দুঃস্থ, গরীব ২৩৫ টি শ্রমিক পরিবারের কাছে পরিবার পিছু ২৫কেজি করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি কড়না মোকাবিলায় চেক তুলে দেওয়া হয় জেলা আধিকারিকের হাতে। এই সাহায্য পেয়ে খুশি যাত্রীবাহী শ্রমিক সংগঠনের পিছিয়ে পরা শ্রমিকদের পরিবারের লোকজন।