January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রাণ তুলে দিল বালুরঘাট পঞ্চায়েত সমিতি

নিজস্ব প্রতিনিধি, আচমকা ক্ষেতে থাকা প্রায় ২৫ বিঘা জমিতে আগুন লেগে পাকা গম পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ত্রান সামগ্রী সহ ডিজাসটার ম্যানেজমেন্ট কিট তুলে দিল বালুরঘাট পঞ্চায়েত সমিতি।

এদিন বালুরঘাট বিডিও অফিসে এই ক্ষতি গ্রস্ত ২৫ জন কৃষকদের হাতে এই রান্না বান্নার বাসন পত্র ও খাদ্য সামগ্রী সহ পরিবার নিয়ে থাকবার তাবু পর্যন্ত এই ত্রান সামগ্রী ভর্তি ডিজাসটার ম্যানেজমেন্ট কিট গুলি তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে কিট গুলি তুলে দেন বালুরঘাটের বিডিও অনুজ শিকদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিসকু।

উল্লেখ থাকে কয়েকদিন আগে বালুরঘাট থানার বোল্লা অঞ্চলের পশ্চিম মহেশপুর এলাকাতে আচমক মাঠে থাকা পাকা গম ক্ষেতে আগুন লেগে যায়। সেই বিধ্বংসী আগুনে এলাকার প্রায় ২৫ বিঘা মত পাকা গম পুড়ে শেষ হয়ে যায়। এলাকার গম চাষিরা এরফলে প্রচন্ড ক্ষতির সম্মুখিন হন। তারা এমনিতেই দারদ্রসীমার অনেক নিচে বসবাস করেন। তার উপর আচমকা এভাবে আগুন লেগে ক্ষেতের ফসল পুড়ে যাওয়ায় তারা ব্যাপক ক্ষতির সম্মুখিন হন। ক্ষতির শোকে তাদের পরিবারের খাওয়ারের এ’ কদিন তেমন ভাবে জোটেনি বলে জানা গেছে।এরপরেই স্থানিও পঞ্চায়েত সমিতির তরফে ওই সব ক্ষতিগ্রস্ত গম চাষিদের ক্ষতিপুরনের বিষয়টি আশ্বস্ত করার পাশাপাশি তাদের আর্থিক সাহায্যের ব্যাপারে আশ্বস্ত করা হয়। আর ঘটনার তিনদিন কাটতে না কাটতেই আজ তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল বালুরঘাট পঞ্চায়েত সমিতি। যদিও আর্থিক সাহায্যের বিষয়টি কৃষি দফতরের রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি হবে বলে তাদের জানিয়ে দেওয়া হয়। এও জানিয়ে দেওয়া রিপোর্ট জমা পড়ে গেছে তা খতিয়ে দেখার কাজ চলছে এবং দ্রুত সিদ্ধান্ত তাদের জানিয়ে দেওয়া হবে।

এর পাশাপাশি বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্যরা নিজেদের থেকে ব্যাক্তিগত ভাবে তুলে মোট ৩৫ হাজার টাকা আজ বিডিও র মারফ্যতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্য তুলে দেয়।