ভারত বনাম পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হোক। বুধবার করোনার যুদ্ধের লড়াইয়ের জন্য একটা অভিনব পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। আখতারের বক্তব্য ছিল, ভারত বনাম পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হোক। সেটা শুধুমাত্র টিভি দর্শকদের জন্য। আর সেটা থেকে যে অর্থ আসবে তা দু’দেশের করোনার মোকাবিলায় ব্যবহার করা হোক।
আর তারই মধ্যে২৪ ঘন্টা কাটতে না কাটতেই শোয়েবকে পালটা কপিলের। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, “ও নিজের মতামত জানাতেই পারে। আমাদের টাকা জোগাড় করার কোনও দরকার নেই। যথেষ্ট রয়েছে। এখন আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল-কীভাবে আমাদের কর্তৃপক্ষ এক হয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে। আমি টিভিতে দেখছিলাম রাজনীতিবিদরা এখনও দোষারোপের খেলা খেলে চলেছেন। এটা বন্ধ হওয়া দরকার।”
এর সঙ্গে তিনি আরো বলেন,” বিসিসিআই ৫১ কোটি দিয়েছে। দরকার হলে আরও সাহায্যে করার মতো জায়গায় রয়েছে বিসিসিআই। কিন্তু ফান্ড তোলার কোনও প্রয়োজন নেই। এখন ক্রিকেট ম্যাচ করা মানে আমাদের ক্রিকেটারদের ঝুঁকির সামনে ফেলে দেওয়া, সেটা একেবারেই চাই না।” এর পাশাপাশি তার মত, একটা খেলা কখনওই দেশের থেকে বড় হতে পারে না। এখন জরুরি হল, দুঃস্থ মানুষদের দেখা। হাসপাতাল কর্মী, পুলিশ আর এই যুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন, তাঁদের দেখাশোনা করা। শুধু তাই নয় কপিল তার ব্যক্তবে সবাইকে বাড়িতে থাকার পরামর্শও দিয়েছেন।