বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে নিজের আড়াই বছরের শিশুপুত্রকে খুন করে তার মা। এরপর অভিযুক্ত ওই মহিলা পালিয়ে যায় তার প্রেমিকের সাথে। ঘটনাটি ঘটেছে, গত রবিবার। মৃত শিশুর বাবার নাম দশরথ৷ পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করেন তিনি৷ সূএের খবর, গত রবিবার তিনি কাজ থেকে বাড়ি ফিরে ছেলে ও স্ত্রীকে দেখতে না পাওয়ায় তিনি মনে করেছিলেন, স্ত্রী তার বাপের বাড়িতে গিয়েছে ছেলেকে নিয়ে৷ এরপর স্ত্রীর বাপের বাড়িতে খোঁজ করলে, তারা সেখান থেকে জানান, যে ওই মহিলা তার শিশু পুএকে নিয়ে বাপের বাড়ি যান নি।
এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। দশরথ স্ত্রীর ফোনে বারবার ফোন করতে থাকেন৷ অবশেষে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তিনি৷ সূএের খবর, তখনই ওই মহিলা দশরথকে জানায়, সে শিশুটিকে মেরে খাটের বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে এসেছে৷ এরপর দশরথ খাটের বক্সের খুলতেই দেখতে পান ছেলের মৃতদেহ। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই অভিযুক্তকে ধরার চেষ্টা করছে পুলিশ৷