December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গম বোঝাই ট্রলি সমেত ট্রাক্টর

নিজস্ব প্রতিনিধিঃ করোনার পরিস্থিতিতে ফের দুর্ঘটনা রাজ্যে। হরিরামপুর ব্লক এর 6 নম্বর বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দনা মোড় এলাকায় একটি গম বোঝাই ট্রলি সমেত ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে পরে যায়। এই ঘটনায় আব্দুল সাত্তার নামক বছর ৩০ এর এক ব্যক্তির হাত ভেঙে যায়। সেই ট্রাক্টর এর ড্রাইভার আশরাফুল রহমান জানায় হাতি ডুবা থেকে গমের বস্তা বোঝাই করে কুন্দনা মোড় এলাকায় আসছিল একটি ট্রাক্টর। পথে ভেটা হার এলাকা থেকে আব্দুল সাত্তার নামে এক ব্যক্তি তাদের ট্রাক্টরে ওঠে কুন্দনা মোড়ে যাবার জন্য। কিন্তু হঠাৎ ট্রাক্টরের স্টিয়ারিং লক হয়ে গেলে তৎক্ষনাত সকলে গাড়ি থেকে ঝাঁপ দেয়। কিন্তু আব্দুল সাত্তার বেকায়দায় পরে যায় এবং তার বাঁ হাতের কব্জি ভেঙে যায় । ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হরিরামপুর হাসপাতালে ভর্তি করে। আব্দুল সাত্তার এর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে গঙ্গারামপুর সুপার স্পেসালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনার তদন্তে হরিরামপুর থানার পুলিশ।