দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে | আর করোনা সংক্রামনের হটস্পট হল দিল্লি | সংক্রমণ রুখতে সেখানে সিল করে দেওয়া হয় কয়েকটি জায়গা | এলাকা গুলিকে সংক্রামক এলাকা বলে চিহ্নিত করা হয় | গাজিয়াবাদের 13 টি এলাকায় বুধবার মাঝরাতে সিল করে দেওয়া হয়েছে | এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে দারোকা, মালব্য নগর, দিলশাদ ইত্যাদি একাধিক জায়গা | 15 এপ্রিল পর্যন্ত এইসব জায়গাগুলি সিল করা থাকবে বলে জানা গিয়েছে | সূত্রের খবর, দিল্লিতে এই পরিস্থিতিতে অনেক আগেই 5T প্ল্যান ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল | এই মুহূর্তে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা 669, যার মধ্যে 426 জন নিজামুদ্দিন থেকে ফিরেছে বলে জানা গিয়েছে | এই পরিস্থিতিতে নানা সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে | মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোনো নিষেধ সেখানে | এই নিয়ম মেনে চললে রাজধানীতে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে |