নোভেলকরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে চলছে লক ডাউন। যেখানে সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন, সেখানে এখনও বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষের গাফিলতির ছবি। অবশ্য খাদ্য সামগ্রী বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও বাইড়ে বেরোতে হচ্ছে মানুষজনকে।
সেক্ষেত্রে বাজারের ভিড় কমাতে অভিনব উদ্যোগ নিল দিনহাটা পুরসভা। স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শহরজুড়ে চালু হল চলমান বাজার। যেখানে মাছ সবজি এমনকি মুদিখানার সামগ্রী ন্যায্যমূল্য পেয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।। কিছু কেনার জন্য তাকে বাজার যেতে হচ্ছে না। পুরো সবারই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।