কোলাঘাট ব্লকের আড়িশান্ডা গ্রামের রামকৃষ্ণ যুব কল্যান সংঘের উদ্যোগে সোমবার স্থানীয় এলাকার পশাপাশি এলাকা সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলি করা হল। ক্লাব কর্তৃপক্ষর তরফ থেকে এবিষয়ে জানানো হয়েছে, এই সময় প্রতি বছরই সন্তোষীমা পূজোর আয়োজন করা হয়।
তবে এবছর করোনা ভাইরাসের কারনে সমস্ত পূজোই বন্ধ। সেই কারনে পুজোর আয়োজনের জন্য বরাদ্দ টাকায় গ্রামের দুঃস্থ মানুষদের সেবার উদ্দেশ্যে এই খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা হয়েছে। এদিন খাদ্য দান করমসূচীতে সরকারী নির্দেশিকা মেনে নির্দিষ্ট দূরত্ব মেপে লাইন করা হয়। এরপর চাল,ডাল,আলু,তেল তুলে দেওয়া হয় সমাজের গরীব দুঃস্থদের হাতে। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষ জন।