January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রধানমন্ত্রীকে কটাক্ষ শিব সেনা সাংসদের

করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। গত শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে অনুরোধ করেছিলেন যে, ৫ এপ্রিল অর্থাৎ রবিবার রাত নটার সময় ৯ মিনিটের জন্য বাড়ির ইলেকট্রিক আলো বন্ধ করার। এবং তারই সঙ্গে বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারত যে একসঙ্গে লড়ছে তা বোঝাতে সবাই মিলে ওই সময়ে দরজা বা বারান্দায় দাঁড়িযে মোমবাতি, প্রদীপ কিংবা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে রাখুন। এতে করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারতের লড়াই ছবিই ধরা পড়বে। কিন্তু এই বার্তা প্রেরণের পরই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে তীব্র সমালোচনার শিকার হতে হল তাঁকে। শিব সেনার সাংসদ ও মুখপাত্র সঞ্জয় রাউত টুইট করে বলেন, ‘আগের বার মানুষকে যখন হাততালি দিতে বলা হয়েছিল তখন কিছু মানুষ রাস্তায় নেমে ড্রাম বাজিয়ে মিছিল করেছিল। এবার আশাকরি প্রদীপ বা মোমবাতি জ্বালাতে গিয়ে ওরা নিজেদের বাড়ি পুড়িয়ে ফেলবে না। স্যার, প্রদীপ তো আমরা জ্বালাব। কিন্তু, আপনি আমাদের বলুন পরিস্থিতির উন্নতির জন্য সরকার কী করছে?’ পাশাপাশি মানুষ মোমবাতি জ্বালাতে গিয়ে যাতে নিজেদের বাড়ি না পুড়িয়ে ফেলে সেই দিকে নজর রাখার পরামর্শও দিলেন শিব সেনা সাংসদ।