দেশজুড়ে করোনা আক্রান্ত একদিকে বেড়েই চলেছে তা নিয়ে আতঙ্কে কাঁপছে রাজ্যবাসী।এই পরিস্থিতি এড়াতে লকডাউন জারি করা হয়েছে গোটা দেশে৷ এই পরিস্থিতিতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এর মধ্যেই এক স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য৷এক লাফে অনেকটা কমলেও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম৷ ভর্তুকি হীন রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 65 টাকা কমে গেল৷ নতুন রান্নার গ্যাসের দাম দাঁড়ালো 774 টাকা 50 পয়সা৷মার্চ মাসের আগে পর্যন্ত গ্যাসের দাম ছিল 896 টাকা৷ এরপর মার্চ মাসে দাম কিছুটা কম এ রান্নার গ্যাসের দাম 839 টাকায় দাঁড়ায়। এরপর দাম আরো কিছুটা কমে গেল|
আন্তর্জাতিক বাজারে সংহতি রেখে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো প্রতি মাসে তাদের গ্যাসের দাম নির্ধারণ করে, এদিকে তাদের দাম নির্ধারণ করার পর অনেকটাই কমে যায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম৷ এর নিরিখে 19 কেজি সিলিন্ডারের দাম কমবে বলে অনুমান করা যাচ্ছে হচ্ছে৷ এই করোনা পরিস্থিতিতে একপ্রকার মধ্যবিত্তের হেশেঁলে বেশ কিছুটা টানাটানি পরিস্থিতি চলছে, তাঁর মধ্যে থেকে এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পেয়েছেন সকলে৷