December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, বর্তমানে বাংলায় আক্রান্ত ২৭

দেশের সঙ্গেই রাজ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার আরো ৩ জনের দেহে মলেছে নোভেলকরোনা ভাইরাসের অস্তিত্ব। আর সেই সঙ্গে রাজ্যে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ জন। সোমবার গভীর রাতে হাওড়া জেলা হাসপাতালে মারা গিয়েছেন শালকিয়ার বাসিন্দা এক মহিলা। তিনি জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর লালরসের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। মৃত্যুর পর সেই রিপোর্ট এসেছে। জানা যায়, তিনিও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। পশ্চিম মেদিনীপুরে দাসপুরের এক যুবক করোনা আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। পাশাপাশি টালিগঞ্জের ৫২ বছর বয়সি এক করোনা আক্রান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

কিছুটা হলেও স্বস্তির খবর এই যে রাজ্যের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত লন্ডন ফেরত আমলা-পুত্র, আর এক লন্ডনফেরত তরুণের বাবা এবং হাবড়ার বাসিন্দা স্কটল্যান্ড-ফেরত তরুণীকে ছুটি দেওয়া হয়েছে বেলেঘাটা আইডি থেকে। তবে তাদের আগামী আরও বেশ কিছু দিন হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে এই মারণ ভাইরাসের থাবায় রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩।