January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা স্বচেতনায় টাকাকে ডেটল জলে ধুয়ে রোদে শুকাচ্ছে দোকানদার

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– খেজুরির হলুদ বাড়ি গ্রাম পঞ্চায়েতের হলুদ বাড়ি বাজারে করোনা সচেতনতায় এক অভিনব কৌশল লক্ষ্য করা গেল। ননী গোপাল সাউ নামে এক দোকানদার জিনিসপত্র বিক্রি করছেন। কিন্তু টাকা পয়সা নেওয়ার সময় অন্যের হাত থেকে নেওয়ার আগে সেই টাকা কে ডেটল জলে চুবিয়ে রোদে শুকিয়ে তারপর নিচ্ছেন। এবং কাউকে টাকা ফেরত দিতে গেলেও একই ভাবে টাকাকে ডেটল জলে ধুয়ে রোদে শুকিয়ে দিচ্ছেন। এর কারণ জানতে গেলে দোকানদার জানান, বিশ্বে যেভাবে করনা সংক্রমিত হচ্ছে তাতে সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে প্রত্যেকের হাত থেকে হাতে টাকা পয়সার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে। সেই কারণে টাকা ডেটল জলে ধুয়ে নেওয়া দেওয়া করাই ভালো। এতে করে সকলে সংক্রমণ থেকে বাঁচবে। তবে দোকানদারের এই অভিনব উদ্যোগ দেখে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে এলাকার মানুষ, অন্য দিকে এক সচেতন ও তার নতুন অধ্যায় দেখে আপ্লুত হয়েছে এলাকা বাসীরা।