January 3, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনায় অসহায় শারমেয় দের পাশে গ্রীন স্টারেরা

বর্তমানে মহামারী ভাইরাসের মোকাবিলায় রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে লকডাউন করা হয়েছে গোটা রাজ্যকে, সেখানে সাধারণ মানুষকে বাড়ির বাইরে প্রয়োজন না থাকলে বেড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্য প্রশাসন, ফলে এক দিকে যেমন বন্ধ হয়েছে সকল দোকানপাট, অপর দিকে বাড়ির মধ্যে নিজেকে আবদ্ধ করেছে সাধারন মানুষ, কিন্তু পথে ঘোরা ফেরা করা কুকুরদের খাবারের কথা ভেবে পথে নামল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বাজার এলাকার পাঁশকুড়া গ্ৰীন স্টার ক্লাব সংগঠন, যেখানে কুকুরদের জন্য খাবার তৈরি করে বিলি করা চলছে, কারণ খাবার না পেয়ে অনাহারে দিন কাটছে এই সব পশুদের, আর সেই পশুদের কথা মাথায় রেখে মূলত এই উদ্যোগ, আর এতে খুশি সমস্ত এলাকার পশু প্রেমিক রা।