ক্রমশ জোরালো হচ্ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা৷যত দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে বেড়ে চলেছে করোনা আতঙ্ক৷ দেশের মধ্যে এবার প্রথম করোনা ভাইরাসের আক্রান্তের কথা শোনা গেল উত্তরবঙ্গের কালিম্পং এ| সেখানে করোনা আক্রান্ত হয়ে বছর ৪৪ এরএক মহিলার মৃত্যু হয়৷ শারীরিক অবস্থার অবনতি নিয়ে গত 26 মার্চ ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর ওই মহিলার নমুনা পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে৷ এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ রবিবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ঐ মহিলার মৃত্যু হয়৷ হাসপাতাল সুপার জানান অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি ওই মহিলাকে৷ তবে ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে গত 19 মার্চ দক্ষিণ ভারত থেকে ফেরেন তিনি৷ সেখানে মেয়ের কাছে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে ফিরে আসার পরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তারপরই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ,এরপরই করোনা আক্রান্ত হয়ে রবিবার রাতে মৃত্যু হয় তার। আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে ওই মহিলার মেয়েকে,একইসঙ্গে কোয়ারেন্টাইন রাখা হয়েছে মৃত মহিলার সংস্পর্শে আসা এক চিকিৎসককেও। তবে এই মহিলার বিদেশ ভ্রমন করার রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।